হাওড়ার দ্বীপাঞ্চলের মানুষের পাশে দাঁড়াল স্থানীয় যুবকরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনার করাল গ্রাস থেকে দেশকে বাঁচাতে প্রায় দীর্ঘ একমাস ধরে চলছে লকডাউন। লকডাউনের জেরে ইতিমধ্যেই কর্মহীন হয়েছেন বহু মানুষ। একমুঠো অন্ন সংস্থান করতে হিমশিম খাচ্ছে বহু নিম্ন – মধ্যবিত্ত পরিবার।

এরকমই এক সংকটময় পরিস্থিতিতে হাওড়া জেলার একমাত্র দ্বীপাঞ্চল আমতা – ২ ব্লকের ভাটোরার মানুষের পাশে দাঁড়াল ভাটোরা আইল্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামক স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠন।

দ্বীপাঞ্চলের এই সংগঠনটির পক্ষ থেকে ভাটোরার প্রায় ১৫০ টি পরিবারের হাতে দু’দিন ধরে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লঙ্কা, হলুদ, সোয়াবিন সহ বিভিন্ন মুদিখানা সামগ্রী তুলে দেওয়া হয়। সংস্থাটির অন্যতম কর্তা আরিফ রহমান জানান, স্থানীয় বিভিন্ন পরিবারের পাশাপাশি লকডাউনের জেরে স্থানীয় এলাকায় আটকে পড়া বেশ কিছু পরিযায়ী শ্রমিকের হাতেও বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।