নিজস্ব সংবাদদাতা : করোনা মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী জরুরি ত্রাণ তহবিল তৈরি করেছেন। সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ তাঁদের সাধ্যমতো ত্রাণ তহবিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
এবার নিজের এক মাসের বেতনের সমস্ত অর্থ ত্রাণ তহবিলে তুলে দিয়ে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ালেন গ্রামীণ হাওড়ার আমতা – ১ ব্লকের রসপুর গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অচিন্ত্য কুমার ধাড়া।
সাহাচকের বাসিন্দা অচিন্ত্যবাবু গত ১৩ ই এপ্রিল আমতার একটি ব্যাঙ্কে গিয়ে চেকের মাধ্যমে এই বিশেষ ত্রাণ তহবিলে নিজের মার্চ মাসের বেতনের সমস্ত অর্থ জমা করেন। অচিন্ত্য কুমার ধাড়া জানান, “করোনা মোকাবিলায় সরকারের মাধ্যমে সমাজের পাশে থাকতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।”