নিজস্ব সংবাদদাতা : লকডাউনের জেরে ইতিমধ্যেই কার্যত কর্মহীন হয়েছেন বহু মানুষ। মেলেনি শেষ মাসের বকেয়া বেতনও। যার জেরে অন্ন সংস্থান করাটাই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গ্রামীণ হাওড়ার বহু দিন আনা দিন খাওয়া পরিবারের। সেরকমই প্রায় ৫০০০ পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে মানবিক উদ্যোগ গ্রহণ করল হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেস। যুব সংগঠনের পক্ষ থেকে প্রায় ৫০০০ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে চাল, আলু সহ বিভিন্ন সামগ্রী। তারই প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই আমতায় শুরু হয়েছে প্যাকিংয়ের কাজ। সংগঠনটির জেলা সভাপতি সুকান্ত পাল জানান, “রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাকে করোনার করাল গ্রাস থেকে রক্ষা করতে যেভাবে দিনরাত এক করে লড়াই করছেন তা সত্যিই অনবদ্য। তাঁর এই লড়াইয়ের সাথী হিসাবেই মানুষের পাশে থাকার ব্রত নিয়ে আমাদের এই উদ্যোগ।”
প্রান্তিক পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের
Published on: