নিজস্ব সংবাদদাতা : শুধু শহরেই নয় করোনা নিয়ে সচেতনার আঁচের ছোঁয়া প্রত্যন্ত গ্রামেও।
উলুবেড়িয়া কাশমূলের পূর্ব তপনা গ্রামের কয়েকটি দোকানের সামনে লক্ষন রেখা এঁকে দিল স্হানীয় চিত্রশিল্পী কৈলাশ পুরকাইত।
এক মিটারের ব্যবধানে মোট আটটি করে সার্কেল এঁকে দিয়েছে কৈলাশ । কৈলাশ বলেন রাজ্য সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে ঔষধ দোকানের ক্ষরিদারদের গাদাগাদি করে নয়, নির্দিষ্ট ব্যবধান রেখে দাড়িয়ে বাজার করার কথা বলা হচ্ছে।
দেওয়া হয়েছে সেই নির্দেশও। আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকে সেই লক্ষন রেখে এঁকে দেওয়ার কাজ চলছে। আমরা গ্রামের লোকজনও কেন পিছিয়ে থাকবো।
তাই নিজেরাই সেই লক্ষন রেখা এঁকে দিয়ে বলছি সবাই করোনার সংক্রমণ থেকে বাঁচতে নির্দিষ্ট নিয়ম মেনে বাজার করুন।