নিজস্ব সংবাদদাতা : যেকোনো সমস্যায় সরাসরি পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে অভিযোগ জানানো বা পঞ্চায়েত সমিতির বিভিন্ন প্রকল্পের খবর জানতে এবং এলাকার লোকজনের সাথে নিবিড় যোগাযোগ স্থাপনের লক্ষ্যে “সম্পর্ক” নামের হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করলো আমতা ২ নং পঞ্চায়েত সমিতি। বৃহস্পতিবার দুপুরে আমতা ২ নং ব্লক অফিস থেকে এই পরিষেবার সূচনা করেন আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল। পঞ্চায়েত সুত্রে জানা গেছে এলাকার যেকোনো সমস্যা, কোথাও রাস্তা খারাপ, কোথাও বা রেশনে বা মিড ডে মিলে চাল খারাপ দেওয়া হচ্ছে, কোথাও বা ডিপ টিউবওয়েল প্রয়োজন, কোথাও খাল মজে গিয়েছে সংস্কারের প্রয়োজন, কারও অ্যাকাউন্টে কন্যাশ্রীর টাকা ঢোকেনি, কেউ জানাবেন আমার বাড়ির পাশের এক অসহায় সম্বল হীন মহিলার সরকারি সাহায্যের প্রয়োজন। সমস্ত রকম অভিযোগ বা আবেদন এই হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে দ্রুত পৌঁছে যাবে পঞ্চায়েত সমিতির কাছে। সাথে সাথেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল বলেন এলাকার মানুষের অভিযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের তথ্য তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হবে এই পরিষেবার মাধ্যমে। তিনি জানান অনেক সময় দেখেছি বহুদূর থেকে মেয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পের টাকা আনতে এসে, প্রয়োজনীয় কাগজ না আনায় ফিরে যেতে হয় গ্রাহক কে। এই পরিষেবার মাধ্যমে সহজেই আগে থেকেই সমস্ত তথ্য জেনে নেওয়া যাবে। তিনি বলেন আমরা পরিসংখ্যান ঘেঁটে দেখেছি আমতা ২ নং ব্লকে ৩ লক্ষ ২০ হাজার মানুষ বসবাস করে। তার মধ্যে ২৪ হাজার হোয়াটসঅ্যাপ উপভোক্তা রয়েছে। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারাও অন্য কারো সাহায্যে এই পরিষেবার সুযোগ গ্রহণ করতে পারবেন। তিনি আরো বলেন এই অভিনব উদ্যোগ পশ্চিমবঙ্গে প্রথম। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যেন প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দিতে। আমরা পঞ্চায়েত সমিতি থেকে সমস্ত পরিষেবা দিয়ে চলেছি। কিন্তু যারা পঞ্চায়েত সমিতিতে আসতে পারেননা, তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করা হল। সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প পোঁছে দিতে আমরা দায়বদ্ধ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতা ২ নং ব্লকের বিডিও দেবদাস নস্কর, জয়েন্ট বিডিও সুব্রত সরকার প্রমুখ।
নিবিড় যোগাযোগ স্থাপনের লক্ষ্যে “সম্পর্ক” নামের হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করলো আমতা ২ নং পঞ্চায়েত সমিতি
Updated on: