নিজস্ব সংবাদদাতা : বিদ্যুৎ চুরি, অপচয় ও বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনা রোধ করতে ইতিমধ্যেই রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর ও বিদ্যুৎ সরবরাহ কোম্পানিগুলোর পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এবার গ্রাহকদের মধ্যে এই সম্পর্কে সচেতনতা প্রসারের লক্ষ্যে গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকের সেহাগড়ীতে অমড়াগড়ি বিদ্যুৎ বিভাগের সাব-অফিসে পালিত হল বিদ্যুৎ সুরক্ষা দিবস ও সপ্তাহ।এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল, চিফ সেফটি অফিসার জ্যোতিরিন্দ্র ঘোষ সহ অন্যান্য আধিকারিকগণ।তাঁরা সভায় উপস্থিত গ্রাহকদের কাছে বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন বিষয় সবিস্তারে আলোচনা করেন।