নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া- মদের আসরে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো উলুবেড়িয়া থানা এলাকার বোয়ালিয়াতে। অভিযোগ সেখ মনতাজুল নামে এক যুবককে বাঁশ, ইট দিয়ে পিটিয়ে মাথা থেতলে খুন করা হয়েছে। রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা মনতাজুলকে বোয়ালিয়া শ্মশান ঘাটের কাছে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উলুবেড়িয়া থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বোয়ালিয়া এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান মদ খেতে বসে বচসার জেরেই তাকে পিটিয়ে খুন করা হয়েছে। তবে মনতাজুলের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক দূষ্কর্মের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে এলাকার কিছু অবৈধ বালি খাদান থেকে তোলা নিতো মনতাজুল। রবিবার রাতেও তাকে টাকা দেওয়ার জন্য কেউ বা কারা ডেকে পাঠায়। মনতাজুল এক সঙ্গীকে সাথে নিয়ে সেখানে যায়। তারা সেখানে একটি দোকানে বসে একসাথে বসে মদ খায় । তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। অভিযোগ এরপরেই কয়েকজন মনতাজুলকে রড, বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। মনতাজুল অচৈতন্য হয়ে পড়লে দূস্কৃতিরা সেখান থেকে পালিয়ে যায। পরে ঘটনার খবর পেয়ে মনতাজুলের বাড়ির লোকজন এবং এলাকার কিছু লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে ঠিক কি কারণে এই বচসা ও খুনের ঘটনা সে বিষষটি পরিষ্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এরপরেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হওয়ায় ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী ও র্যাফ।
স্থানীয়দের অভিযোগ এলাকায় দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে । তাদের দাবি প্রশাসন অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। অন্যদিকে সোমবার দুপুর ৩ টে নাগাদ মনতাজুলের পরিবারের ও এলাকার লোকজন উলুবেড়িয়া স্টেশন মোড়ে ওটি রোডে অবরোধ করে। তাদের দাবি এই ঘটনায় যুক্ত বাকিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বোয়ালিয়া মাতাপাড়া রুটের একটি মিনি বাসে ভাঙচুর চালায় অবরোধকারীরা। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার মুহূর্তে অবরোধ করায়, পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে তাদের অবরোধ তুলে নেওয়ার আর্জি জানায় এলাকার লোকজন। তারপরেই পুলিশ ও র্যাফ এসে অবরোধ তুলে দেয়। অভিযুক্ত ব্যক্তিকে সোমবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।