নিজস্ব সংবাদদাতা : গতকাল রাত থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে আলু, কপি, কড়াই, টমেটো ও ফুল চাষ। ও উদয়নারায়নপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে হয় আলুর চাষ। গতকাল রাতের শিলা বৃষ্টি ও প্রবল ঝড়ের ফলে জল জমে গিয়েছে আলু গাছের গোড়ায়। আলু তোলার মুখে গাছের গোড়ায় জল জমে যাওয়ার ফলে নষ্ট হয়ে যাবে আলু। পাশাপাশি গাছের গোড়ায় জল জমে যাওয়ার ফলে নষ্ট হয়ে যাবে টমেটো, কপি ও বিভিন্ন ধরনের কড়াই গাছ। ফলত প্রভূত ক্ষতির আশঙ্কায় এ উদয়নারায়নপুর এলাকার কয়েকহাজার চাষী। তাদের আশঙ্কা সরকারি সাহায্য না পেলে না খেতে পেয়ে মরতে হবে তাদের। পাশাপাশি রাতভর ঝড় বৃষ্টির পাশাপাশি শীলা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন বাগনানের আন্টিলা, ঘোড়াঘাটা, দেঊলটি এলাকার কয়েক হাজার ফুল চাষী। তাদের দাবি গতকাল রাতের শীলা বৃষ্টি ও ঝড়ের কারণে নষ্ট হয়ে গেছে গোলাপ গাছ সহ ডালিয়া, চন্দ্রমল্লিকা, চেরি সহ একাধিক মরসুমী ফুলের গাছ। ফুল চাষীদের আশঙ্কা গোলাপ ফুলের উপর খুব বেশি প্রভাব না পড়লেও মরসুমী ফুলের গাছ নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম লোকসানের মুখে পড়বেন।পাশাপাশি উলুবেড়িয়া মহকুমা শাষকের দপ্তরের সামনেও রোডের উপর একটি গাছ ভেঙে পড়লে ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি দোকান। বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় যানচলাচল। পরে গাছটি কেটে সরিয়ে দেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় যানচলাচল।
গতকাল রাতের ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উলুবেড়িয়া মহকুমার বিস্তীর্ণ এলাকা
Updated on: