নিজস্ব সংবাদদাতা : কোয়েল, আমিনা, শিউলিদের সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে।আর হবেই না বা কেন।বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানের ভার নিজেদের কাঁধে তুলে নিয়েছে গ্রামীণ হাওড়ার এই ছাত্রীরা।
আমতা-১ ব্লকের সোনামুই কাদম্বিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়জনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সিংহভাগই নিজেদের কাঁধে তুলে নিয়েছিল প্রান্তিক পড়ুয়ারা। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা মুক্তমঞ্চে নৃত্য, সংগীত, আবৃত্তি, নাটক পরিবেশন করে।
এর পাশাপাশি,আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনীর।পরিবেশ সচেতনতা, ডেঙ্গু প্রতিরোধ, গ্রামীণ সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ের উপর মোট ১৯ টি মডেল প্রদর্শিত হয় বলে জানান বিদ্যালয়ের শিক্ষিকা মধুশ্রী কুমার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী, জাতীয় প্রধান শিক্ষক সুচন্দন পোড়েল, শিক্ষক অরুণ খাঁ সহ বহু বিশিষ্টব্যক্তিবর্গ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্দনা পাঁজা জানান, এদিন সাংস্কৃতিক মঞ্চ থেকেই বার্ষিক দেওয়াল পত্রিকা ‘অঙ্কুর’ প্রকাশিত হয়।
দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা জানানো হয় বলেও তিনি জানান। বার্ষিক অনুষ্ঠানে পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকাদের পাশাপাশি স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।