নিজস্ব সংবাদদাতা : বুধবার বাউড়িয়ার শহীদ জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটে নাগাদ শহীদ সি আর পি এফ জওয়ান বাবলু সাঁতরার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, অনগ্রসর শ্রেনী কল্যাণ দফতরের রাজীব বন্দোপাধ্যায়, বিধায়ক পুলক রায়, জেলাশাসক চৈতালি চক্রবর্তী, হাওড়া গ্রামীন পুলিশ সুপার গৌরব শর্মা সহ কয়েকজনের একটি প্রতিনিধি দল। শহীদ জওয়ানের মা বনমালা সাঁতরার হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী অরূপ রায়। অরূপ রায় বলেন মুখ্যমন্ত্রী আগেই বাবলু সাঁতরার মায়ের সাথে ফোনে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন।আজ তিনি ৫ লক্ষ টাকার একটি চেক পাঠিয়েছেন। সেটি আমরা বাবলু সাঁতরার মায়ের হাতে তুলে দিয়েছি। পাশাপাশি বাবলু সাঁতরার স্ত্রী কে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা সবাই ও সরকার এই পরিবারের পাশে সবসময় আছি ও থাকবো সেটা আমরা ওনাদের জানিয়েছি এবং যেকোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে বলেছি। শহীদ সি আর পি এফ জওয়ানের বিধবা স্ত্রী মিতা সাঁতারা বলেন আমার শ্বাশুড়ির হাতে রাজ্য সরকারের তরফ থেকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে এবং আমাকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। যেহেতু আমার ৬ বছরের ছোটো মেয়ে এবং বৃদ্ধা শ্বাশুড়ি রয়েছে, সেই কারণে আমি অনুরোধ করেছি যাতে করে বাড়ির কাছাকাছি চাকরির ব্যবস্থা করা হয়। আশাকরি ওনরা বিষয়টি বুঝবেন।
বাউড়িয়ার বীরগতি প্রাপ্ত জওয়ানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মন্ত্রী অরুপ রায়ের
Updated on: