নিজস্ব সংবাদদাতা : বেআইনিভাবে নদীতে ফেরী পরিষেবা চালানোর অভিযোগে মঙ্গলবার রাতে বাগনান থানার পুলিশ শেখ সাইদুল (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃতের বাড়ি বাগনানের রবিভাগ গ্রামে।
জানা গেছে দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে অভিযুক্ত শেখ সাহিদুল দামোদর নদীতে বাগনান ২ নং ব্লকের চন্দ্রভাগ থেকে উলুবেড়িয়া ১ নং ব্লকের চন্ডিপুর পর্যন্ত ফেরি পরিষেবা চালিয়ে মোটা টাকা আয় করলেও সরকারকে কোন টাকা দিচ্ছিল না। সম্প্রতি এই বেআইনী পরিষেবা নিয়ে বাগনান থানায় অভিযোগ দায়ের হলে বাগনান থানার পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে।
যদিও এদিন আদালতে যাওয়ার পথে সাহিদুল দাবি করে ফেরি পরিষেবা চালুর বিষয়টি প্রশাসনের সর্বস্তরে জানানো হয়েছে।যদিও প্রশাসন সূত্রে খবর ফেরি পরিষেবা নিয়ে তাদের কাছে কোন তথ্য নেই এমনকি এই ধরনের পরিষেবা আছে বলে তাদের জানা নেই। ধৃতকে বুধবার উলুবেড়িয়া মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তার চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।