অকাল বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে চাষীরা, ক্ষতিগ্রস্ত কয়েকশো একর চাষের জমির

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : একের পর এক নিম্নচাপের ফলে অকাল বৃষ্টি। এই অকাল বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে চাষীরা। মাসখানেক আগে অতি বৃষ্টির ফলে বন্যার কবলে পড়েছিল উদয়নারায়নপুরের বিস্তৃর্ন এলাকা। ফলত ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েকশো একর জমির চাষ।

আর্থিক লোকসানের সম্মুখীন হতে হয়েছিল বহু চাষীকে। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে ঘূর্ণিঝড় বুলবুলের সৃষ্টি হ‌ওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন এই এলাকার চাষীরা। তাদের দাবি কিছু জমির ধান তুলে ফেলা হলেও, এখনো রয়ে গেছে বহু জমির ধান।

চাষীদের আশঙ্কা বুলবুলের কারনে এবং অতি বৃষ্টির ফলে নষ্ট হয়ে যাবে সেই সমস্ত ধান। পাশাপাশি মরশুমি ফসলের গাছ‌ও নষ্ট হয়ে যাওয়ায় আশঙ্কা রয়েছে। ফলত চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা।