নিজস্ব সংবাদদাতা : একের পর এক নিম্নচাপের ফলে ফুল চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বাগনানেন ঘোড়াঘাটা, দেউলটি সহ একাধিক এলাকার ফুল চাষীরা। গত দুই দিন ধরে ঠিকমতো রোদ্দুর না ওঠায় এবং আজ থেকে শুরু হওয়া বৃষ্টির ফলে গোলাপ, জারবেরা, দোপাটি সহ বিভিন্ন ফুলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকার ফুল চাষীরা। তাদের দাবি মাস খানেক আগের অতি বৃষ্টির ফলে ফুল চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল।
সেই ঘা শুকাতে না শুকাতে আবারো নিম্নচাপ হওয়ায় তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। এলাকার এক ফুল চাষী পুলক ধাড়া বলেন সারা বছর ধরেই নিম্নচাপের বৃষ্টি হচ্ছে। ফলত ফুলের পাশাপাশি গাছেরও ক্ষতি হচ্ছে।ফলত চরম লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। পাশাপাশি আবহাওয়ায় এই খামখেয়ালীপনার কারণে তারা সিজন ফ্লাওয়ার লাগাতেও ভয় পাচ্ছেন বলেও তিনি জানান।