হাওড়ার জগৎবল্লভপুর থেকে একটি পূর্ন বয়স্ক সজারু উদ্ধার করলো‌ বনদফতর

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : রাতের অন্ধকারে একটি বাড়ির ভিতর ঢুকে পড়া একটি সজারু উদ্ধার করলো‌ বনদফতরের লোকজন। উদ্ধারের পর সজারুটিকে গড়চুমুক প্রানী স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জগৎবল্লভপুর থানা‌ এলাকার নস্করপুর গ্রামের গোবিন্দপুরে। জানা গেছে মঙ্গলবার রাতে এই গ্রামের বাসিন্দা গনেশ সিং এর বাড়িতে ঢুকে পড়ে একটি পূর্ন বয়স্ক সজারু। ঘটনার কথা জানতে পেরে গনেশ সিং এর বাড়ির সামনে ভীড় জমায় এলাকার লোকজন। জগৎবল্লভপুর থানায় ফোন করা হলে, পুলিশ বনদফতরের সাথে যোগাযোগ করে। বুধবার সকালে সজারুটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদফতরের লোকজন। বনদফতরের হাওড়া আরবান রেঞ্জ অফিসার সমীর ব্যানার্জি বলেন সজারুটির বয়স আনুমানিক পাঁচ বছর। সজারুটিকে পর্যবেক্ষণে রাখা হবে।