নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভগবতের উপস্থিতিতে অনুষ্ঠিত হল আর এস এস ও বিজেপির সমন্বয় বৈঠক। আজ বৈঠক শেষে দিলীপ ঘোষ জানান সব সংগঠনের কাজ বাড়াতে হবে । এন আর সি নিয়ে তৃনমুল লোককে ভয় দেখানো হচ্ছে, হিন্দুদের নাগরীকত্ত্ব দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জি এস টি, তিন তালাক বিল ইত্যাদি আটকাতে পারেনি এন আর সি ও আটকাতে পারবে না হবেই। পশ্চিমবঙ্গে এন আর সি হবেই। আমরা সিটিজেনশিপ বিল আনছি।
দু দিনের এই বৈঠকে উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ৩৭ টি শাখা সংগঠনের প্রায় ২৫০জন প্রতিনিধিকে নিয়ে ২ দিনের সমন্বয় বৈঠক শেষ হল আজ। উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়া সারদা শিশু মন্দিরে। উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত, সঙ্ঘের দক্ষিণবঙ্গের প্রান্ত কাযবাহ ডঃ জিষ্ণু বসু, উত্তরবঙ্গের প্রান্ত কার্যাবাহ প্রদীপ অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, রাহল সিনহা ও মুকুল রায় ।