নিজস্ব সংবাদদাতা : হাওড়া গ্রামীণ জেলা পুলিশে বড়সড় রদবদল। পরিবর্তন করা হল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের একাধিক থানার ওসি সহ এস.আই ও এএসআই র্যাঙ্কের ২৩ জন অফিসারকে। শুক্রবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের তরফে একটি পোস্টিং অর্ডারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমতা থানার ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে মফিজুল আলমকে। তিনি বর্তমানে পাঁচলার ওসি হিসাবে কর্মরত। পাঁচলার নতুন ওসি হচ্ছেন শুভাশিস ব্যানার্জী। তিনি বাউরিয়া থানার ওসি। বাউরিয়ার নতুন ওসি হচ্ছেন সুমন্ত দাস। সুমন্ত দাস জয়পুর ওসি হিসাবে এখন কর্মরত। জয়পুর থানার নতুন ওসি হচ্ছেন সঞ্জয় পাল। পাশাপাশি, শ্যামপুরের নতুন ওসি হচ্ছেন কৃষ্ণেন্দু প্রামাণিক। জগৎবল্লভপুর থানার ওসি হচ্ছেন ওমপ্রকাশ সিং ও চন্দ্রপুর আউটপোস্টের ওসির দায়িত্ব দেওয়া হয়েছে স্বর্ণাভ রায়কে। একাধিক থানার ওসির পাশাপাশি এসআই ও এএসআই পদমর্যাদার একাধিক অফিসারকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।