নিজস্ব সংবাদদাতা : রাজ্য জুড়ে চলছে ‘দিদিকে বলো’ কর্মসূচি। তবে সোশ্যাল মিডিয়া বা ফোনে নয়, সরাসরি নবান্নে গিয়ে নিজেদের কথা ‘দিদি’কে বলতে যাত্রা শুরু করল ১২টি বামপন্থী ছাত্র-যুব সংগঠন।কম খরচে পড়ুক সবাই, কারখানা, কাজ, বেকার ভাতা চাই দাবিকে সামনে রেখে সিঙ্গুর থেকে নবান্নের উদ্দেশে বৃহস্পতিবার পদযাত্রা শুরু করল বাম সংগঠনগুলি।
এদিন সকাল ১০ টায় সিঙ্গুর স্টেশন ছাত্র-যুব’র সভাপতিত্বে ডি,ওয়াই,এফ,আই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জির সভা নেতৃত্বে এক সংক্ষিপ্ত সভায় বিভিন্ন ছাত্র যুব সংগঠনের রাজ্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভার পরে প্রবল বর্ষণকে অপেক্ষা করে পদ যাত্রা শুরু হয়েছে।বুধবার বিকেল থেকেই বিভিন্ন জেলা থেকে বামপন্থী ছাত্র-যুবরা সমবেত হয়েছিলেন সিঙ্গুরে। এ দিন ডানকুনিতে রাত্রিযাপনের পর আগামীকাল শুক্রবার হাওড়া স্টেশন থেকে নবান্নে পৌঁছানোর কথা ওই পদযাত্রার।বামপন্থী ছাত্র-যুব সংগঠনের ডাকে এই পদযাত্রায় অংশ নিয়েছেন অংসখ্য তরুন তরুনী।ডি,ওয়াই,এফ,আই নেতৃত্বের দাবি, প্রায় ২০ হাজার ছাত্র-যুব অংশ নিয়েছেন এই পদযাত্রায়।