নিজস্ব সংবাদদাতা : দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত শাসক-বিরোধী সব পক্ষ। সংগঠনকে বুথ স্তরে মজবুত সব দলই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই আবহে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন জেলা কমিটি ঘোষণা করা হল। বুধবার গ্রামীণ হাওড়ার বাগনানে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের তরফে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠক থেকেই নতুন জেলা কমিটির ঘোষণা করেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুণাভ সেন। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি এদিন জেলা যুব তৃণমূল, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস ও শ্রমিক সংগঠনের জেলা কমিটিও ঘোষণা করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অরুণাভ সেন বলেন, কমিটির সদস্য সংখ্যা সীমিত হওয়ায় সকলকে স্থান দেওয়া সম্ভব হয়নি। যাদের স্থান দেওয়া সম্ভব হয়নি তারা যাতে দলের কাজ করতে পারে ও দলের বিভিন্ন কর্মসূচিতে সামিল হতে পারে সেদিকে নজর রাখা হবে। অরুণাভ সেনের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায় ও শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অরূপেশ ভট্টাচার্য।
গ্রামীণ হাওড়ায় তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি, আনা হল একাধিক মুখকে
Published on: