নিজস্ব সংবাদদাতা : ঐতিহ্যবাহী ফুটবল উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছে গ্রামীণ হাওড়ার শ্যামপুরের প্রত্যন্ত গ্রাম। শ্যামপুরের গুটিনাগোড়ী গ্রামে গুটিনাগোড়ী রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে চারদিনব্যাপী গুটিনাগোড়ী ফুটবল উৎসব অনুষ্ঠিত হল। উদ্যোক্তারা জানান, বড়োদের ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি ছিল অনুর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্ট ও ভেটারেন্স ফুটবলারদের নিয়ে বিশেষ টুর্নামেন্ট। পাশাপাশি, রবিবার এই উৎসবের চূড়ান্ত দিনে মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। হাওড়া, মেদিনীপুর, কোলকাতা সহ নানা জেলার মোট ৪০ টি দল এই ফুটবল উৎসবে অংশ নিয়েছিল। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।রবিবার চূড়ান্ত পর্বে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার এন্টোনি সোরেন। টুর্নামেন্টকে ঘিরে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। আয়োজক সংস্থার পক্ষে অধ্যাপিকা রীতা সোম জানান, দীর্ঘ দশকের পর দশক জুড়ে এই ফুটবল উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার প্রসারে ও ফুটবল চর্চার উপর গুরুত্ব দিতে আগামী দিনে আরও বিভিন্ন উদ্যোগ তাঁরা নেবেন। ফুটবল উৎসবের পাশাপাশি প্রত্যেকদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শ্যামপুরের বুকে ফুটবল উৎসব, উন্মদনা তুঙ্গে
Published on: