নিজস্ব সংবাদদাতা : চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার গদাইপুর পশ্চিমপাড়া এলাকায়। যদিও এখনো মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে গদাইপুর পশ্চিম পাড়ার বাসিন্দা শেখ মোরসেলিমের বাড়িতে চুরির উদ্দেশ্যে হানা দেয় তিন দুষ্কৃতী। বাড়ির লোকেরা চিৎকার চেঁচামেচি করলে দুই দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও এক দুষ্কৃতিকে ধরে ফেলে বাড়ির লোকেরা। অভিযোগ, তাকে বেঁধে রাখে বাড়ির লোকেরা। যদিও বাড়ির লোকেদের চিৎকারে ছুটে আসে আশেপাশের লোকেরা। অভিযোগ, এরপর শুরু হয় গণপিটুনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুষ্কৃতীর। পরে খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে।
উলুবেড়িয়ার গ্রামে চোর সন্দেহে গণপিটুনি! প্রাণ গেল এক ব্যক্তির
Published on: