নিজস্ব সংবাদদাতা : থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জানলা ভেঙে ডাকাতির চেষ্টার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার শ্যামপুর এলাকায়। জানা গেছে, শ্যামপুর মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা রয়েছে। অন্যান্য দিনের মতোই সোমবার সকালে ব্যাঙ্ক খুলতে যান ব্যাঙ্ক কর্মচারীরা। তারা দেখেন ব্যাঙ্কের জানালা ভাঙা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ব্যাঙ্কের গেটে কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়। তাতে লেখা হয়েছে, “ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটিয়াছে। পুলিশ তদন্ত চলিতেছে। প্রশাসনিক অনুমতি না পাওয়া পর্যন্ত কাজ শুরু করা যাইতেছে না। গ্রাহকদের অসুবিধা হওয়ার জন্য দুঃখিত।” তবে কত টাকা বা কী খোয়া গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি ব্যাঙ্ক কর্তৃপক্ষও এবিষয়ে কিছু মন্তব্য করতে চায়নি। এবিষয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,”জানালা ভাঙার চেষ্টা হয়েছিল। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।”
থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে শ্যামপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা! চাঞ্চল্য
Published on: