নিজস্ব সংবাদদাতা : ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। আর কয়েক ঘন্টা পরই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। কার ঝুলিতে উঠবে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা সে নিয়েই জোর চর্চা সব মহলে। বিশ্বকাপের এই উন্মদনা বাংলারও সর্বত্র। কোথাও মেসিদের সুবিশাল প্ল্যাকার্ড, আবার কোথাও সুবিশাল নীল-সাদা পতাকা। রবিবারের সন্ধ্যাকে উপভোগ করতে উলুবেড়িয়ার একাধিক জায়গায় জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। এতেই অবশ্য ফুটবল আবেগ, উন্মাদনা থেমে নেই। এবার ফুটবলকে ভালোবেসে মিষ্টি বানিয়ে ফেললেন খোদ মিষ্টি ব্যবসায়ী। উলুবেড়িয়ার কুলগাছিয়া এলাকায় অলীভ খাঁ’য়ের মিষ্টির দোকান রয়েছে৷ অলীভ বাবু নিজে একজন ফুটবল প্রেমী। আর এই ফুটবল আবেগে বানিয়ে ফেলেছেন আর্জেন্টিনার জার্সির আদলে মিষ্টি। ক্ষীর-সন্দেশ-দুধ সহযোগে তৈরি আর্জেন্টিনা মিষ্টির চাহিদা এখন তুঙ্গে। শুধু আর্জেন্টিনা নয়, বিশ্বকাপের রিপ্লেকা মিষ্টিও বানিয়েছেন তিনি। অলীভ বাবু জানান, আর্জেন্টিনার জার্সির আদলে তৈরি মিষ্টি পিস প্রতি কুড়ি টাকায় বিক্রি হচ্ছে৷ ফুটবলে আর্জেন্টিনা ও বিশ্বকাপের আদলে তৈরি মিষ্টি কিনতে ও দেখতে ভিড় জমাচ্ছেন ফুটবলপ্রেমী মানুষজন।
উলুবেড়িয়ায় আর্জেন্টিনার জার্সির আদলে মিষ্টি, ভিড় ক্রীড়াপ্রেমীদের
Published on: