নিজস্ব সংবাদদাতা : প্রত্যন্ত গ্রামাঞ্চলের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ইতিমধ্যেই সরকারি উদ্যোগে ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। এবার সেই পথেই হাঁটল গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকের বেতাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় বেতাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্যোগে শুরু হল ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শিবির। সমিতি সূত্রে জানা গেছে, আগামী ১৫ দিন ধরে সমিতির ট্রেনিং হলে সমিতির স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যস্যাদের জাঙ্ক জুয়েলারী তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। সোমবার এই প্রশিক্ষণ শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা-২ ব্লকের সমবায় পরিদর্শক অর্ণব ভারতী, সমিতির দায়িত্বপ্রাপ্ত বিশেষ আধিকারিক মদন ভড়, বিশিষ্ট সমবায়ী ফকিরদাস গায়েন, সমিতির ম্যানেজার দেবব্রত কর্মকার সহ অন্যান্যরা। বেতাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ম্যানেজার দেবব্রত কর্মকার জানান, মেয়েদের হাতেকলমে কাজ শিখিয়ে তাদের স্বনির্ভর করে তুলতেই এহেন উদ্যোগ।
আমতায় মহিলাদের স্বনির্ভরকরণে বিশেষ উদ্যোগ, জুয়েলারী তৈরির প্রশিক্ষণ শিবির
Published on: