নিজস্ব সংবাদদাতা : আমতার মুক্তিরচক প্রাথমিক বিদ্যালয়। স্কুলের দেওয়ালে বিভিন্ন জায়গায় প্লাস্টিকের বোতল দড়ির সাহায্যে ঝুলিয়ে তার মধ্যে রোপণ করা হয়েছে বিভিন্ন ধরনের বিরুত প্রজাতির গাছ।ব্যাবহৃত প্লাস্টিকের বোতল যেখানে সেখানে না ফেলায় দুর হচ্ছে এলাকার নিকাশি সমস্যা। গাছ লাগানোর জন্য জায়গাও লাগছে কম। পাশাপাশি রক্ষা হচ্ছে স্কুলের পরিবেশ। জানা গেছে প্রাথমিক ভাবে হাওড়া জেলার ১০২ টি প্রাথমিক স্কুলে গ্রীন ওয়াল তৈরির পরিকল্পনা নিয়েছে হাওড়া জেলা সমগ্র শিক্ষা মিশন দফতর। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই এই উদ্যোগ নিয়েছে আমতা ১ নং ব্লকের মুক্তিরচক প্রাথমিক বিদ্যালয়। এর পাশাপাশি এই সমস্ত স্কুলে গ্রিন ওয়ালের মাধ্যমে বাউন্ডারি ওয়াল তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন হাওড়া সমগ্র শিক্ষা দফতরের কর্ম কর্তারা।
এই দফতরের আধিকারিক শারদ্বতী চৌধুরী বলেন আমাদের লক্ষ হলো স্কুলে এমন একটি পরিবেশ তৈরি করা যাতে ছাত্র ছাত্রীরা সবুজের প্রতি আকৃষ্ট হয় এবং নিজেদের বাড়ি বা এলাকার পরিবেশ সবুজ রাখতে উদ্যোগী হয়। তিনি আরো বলেন প্রাথমিক ভাবে হাওড়া জেলার ৩৪টি সার্কেলের প্রতিটি সার্কেল থেকে ৩টি করে স্কুলে গ্রীন ওয়াল তৈরি করা। স্কুলের প্রধান শিক্ষক হরি দাস পাত্র বলেন ছাত্র ছাত্রীদের আমরা ব্যাবহারযোগ্য নয় এমন বোতল বাড়ি এবং এলাকা থেকে জোগাড় করে আনতে বলি। সেই বোতলের মধ্যে মাটি ঢুকিয়ে তার মধ্যে গাছ লাগিয়ে দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হয়। স্কুলের ছাত্র ছাত্রীরা জানায় স্কুলে গাছ লাগানোর পাশাপাশি আমরা এলাকার লোকজনকে গাছ লাগানোর উপকারিতা ও প্লাস্টিকের ব্যাবহার সম্পর্কে সচেতন করি। এলাকার অবর বিদ্যালয় পরিদর্শক অনিকেত মুখোপাধ্যায় বলেন আমাদের লক্ষ স্কুলের পাশাপাশি সামগ্রিক পরিবেশের সবুজায়ন ঘটানো।