নিজস্ব সংবাদদাতা : বিলুপ্তপ্রায় প্যাঙ্গোলিন পাচারের গ্রেফতার ৬ পাচারকারী। শুক্রবার কেন্দ্রীয় বনপ্রান অপরাধ দমন শাখা ও রাজ্য বন বিভাগ যৌথ ভাবে অভিযান চালিয়ে কলকাতার ভবানীপুরের রানিশঙ্করী লেন থেকে দুটি বিলুপ্তপ্রায় প্যাঙ্গোলিন উদ্ধার করে। পাশাপাশি চক্রের দুই মাথা সহ ছয় জনকে গ্রেফতার করে। কেন্দ্রীয় বনপ্রান অপরাধ দমন শাখার সুত্রে খবর ধৃত আন্তঃরাজ্য বনপ্রানী পাচার চক্রের দুই মাথার নাম সুপ্রিয় মাঝি ও সাইদ আবিদুল হোসেন। এরা দুইজনই উলুবেড়িয়ার বাগনানের বাসিন্দা বলে জানা গেছে। বাকি চারজন হলেন পার্থ দাস, শাহনয়াজ মোল্লা, কৃষ্ণা দাস ও জয়নাল গোলদার। তাদের বাড়ি বাগনান, চৌবাগা ও বেহালা চৌরাস্তা। ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে সুপ্রিম ও আবিদুলের ১১ই সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় বনপ্রান অপরাধ দমন শাখার হেফাজতে রাখার নির্দেশ দেন ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন।
বিলুপ্তপ্রায় প্যাঙ্গোলিন পাচারের অভিযোগে গ্রেফতার উলুবেড়িয়ার বাগনানের পাচারকারী
Updated on: