নিজস্ব সংবাদদাতা : শনিবার সকাল থেকে শুরু হচ্ছে হাওড়ার সাঁতরাগাছি ব্রিজের মেরামতির কাজ। তার আগে শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যানজট এড়াতে নানাভাবে তৎপর পুলিশ। হাওড়া-আমতা রোড ও আন্দুল রোডের যে সমস্ত অংশ খারাপ ছিল সেগুলি দ্রুততার সাথে সারানো হয়েছে৷ পাশাপাশি, আন্দুল রোড ও হাওড়া-আমতা রোডের একাধিক জায়গায় ট্যোয়িং ভ্যান রাখা থাকবে। কোনো গাড়ি খারাপ হলেই দ্রুত তা সরানোর জন্য পৌঁছে যাবে ট্যোয়িং ভ্যান৷ এছাড়াও অ্যাম্বুলেন্সগুলি যাতে দ্রুত যাতায়াত করতে পারে তার জন্যও বিশেষ ব্যবস্থা থাকছে। পাশাপাশি, প্রয়োজন হলে বড় পণ্যবাহী ট্রলারগুলিকে কোনা হাইওয়ে দিয়ে বালি ব্রিজের মাধ্যমে কোলকাতায় প্রবেশ করানো হবে। এর পাশাপাশি, গাড়িচালকদের সুবিধার্থে বিভিন্ন ভাষায় নানা জায়গায় বিশেষ সাইনবোর্ড লাগানো হচ্ছে। এছাড়াও হাওড়া শহরের মধ্যে দিয়ে যে ভারী পণ্যবাহিত ট্রলার যাতায়াত করে তার জন্য বিশেষ নির্দেশিকা শুক্রবার জারি করা হবে বলে তিনি জানান। পাশাপাশি আন্দুল রোডের ক্ষেত্রে রাত্রি ১০ টা থেকে ভোর ৬ টা অব্ধি টোটো ও অটো চলাচল বন্ধ করে দেওয়ার কথাও এদিন জানানো হয়। সাঁতরাগাছি ব্রিজের যে অংশটি খোলা থাকবে সেখানে গাড়ির চাপ বুঝে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, সাঁতরাগাছি ব্রিজে মেরামতি কাজের জন্য যানজট যাতে না হয় তার জন্যই হুগলি, ব্যারাকপুর, সল্টলেক, কলকাতা ও হাওড়া গ্রামীণ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা আলোচনায় বারংবার বসেছেন। প্রশাসনের উচ্চস্তরের কর্তাদের নিয়ে আলোচনাতে সমন্বয় সাধনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই কাজের জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী নামানো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করা যায় তাঁর জন্য সমস্ত দফতর কাজ করবে একসাথে। সেতু বন্ধের দু-তিনদিন নজর রাখা হবে কোন কোন রাস্তায় কতটা গাড়ির চাপ থাকছে। সেভাবেই সম্ভাব্য সমস্ত রাস্তাগুলোকেই ব্যবহার করা হবে।
শনিবার থেকে শুরু হচ্ছে সাঁতরাগাছি ব্রিজের মেরামতি, সিপির সাংবাদিক বৈঠক
Published on: