নিজস্ব সংবাদদাতা : আর কয়েকমাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বুথস্তরে সংগঠনকে চাঙ্গা করতে উদ্যোগী বিভিন্ন রাজনৈতিক দল। গেরুয়া শিবিরের পক্ষ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হচ্ছে। এরই মাঝে সাংগঠনিক কাজে যোগ দিতে বৃহস্পতিবার গ্রামীণ হাওড়ায় এলেন কেন্দ্রীয় স্মৃতি ইরানি। বৃহস্পতিবার স্মৃতি ইরানি প্রথমে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির কার্যালয়ে আসেন। সেখানে সাংগঠনিক বৈঠক সেরে বাগনানের আন্টিলা এলাকায় চলে যান। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
সেখানেও বুথস্তরের কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠক করেন। ওই এলাকার ফুলচাষিদের সাথেও কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। স্মৃতি ইরানির সাথে এদিন উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী। তিনি জানান, শুক্রবারও আমতা-২ ব্লকের একাধিক জায়গায় সাংগঠনিক বৈঠক সারবেন মন্ত্রী। তারপর তিনি বিজয়া সম্মিলনী ও খলিশানী কালীতলায় সাংবাদিক সম্মেলন করবেন।