বিশেষ সংবাদদাতা : সালটা ২০০৭। অনেকেরই হয়ত মনে আছে, পাশ্ববর্তী বাংলাদেশের বুকে আছড়ে পড়েছিল ভয়াল ঘূর্ণিঝড় সিডর। মুহুর্তে লন্ডভন্ড হয়ে গিয়েছিল বাংলাদেশের জনজীবন। তেমনই ভয়াল গতিবেগ নিয়ে আছড়ে পড়তে পারে আসন্ন সামুদ্রিক ঘূর্ণি দানব (Cyclone Sitrang) সিত্রাং। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিভাগ) এমনই সতর্কবার্তা দিয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষণা বিভাগ ও মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (US GFS) বিশ্লেষণও বলছে বঙ্গোপসাগরে সিডরের মতো একটি সুপার সাইক্লোন জন্ম নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
যদি সত্যিই হয় তবে তার নাম হবে সিত্রাং। নামটি থাইল্যান্ডের দেওয়া। অন্যদিকে, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনের রূপ নিতে পারে। গতিবেগ হতে পারে, ঘন্টায় প্রায় ২২০ থেকে ২৫০ কিমি। দীপাবলির সময় ভারত-বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। যদিও এই ঘূর্ণিঝড়ের বিষয়ে এখনো মৌসম ভবনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।