নিজস্ব সংবাদদাতা : ‘রানার গ্রামের ডাক হরকরা’— খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় মানুষের দ্বারে দ্বারে। সময় পাল্টালেও আজও চিঠি নিয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে মানুষের দ্বারে সময় মতো পৌঁছে যান ডাক কর্মচারীরা। মানুষের সাথে ডাক কর্মচারীদের নিবিড় যোগাযোগ। আজও ভারতবর্ষের এরকম অজস্র গ্রাম রয়েছে যেখানে ব্যাঙ্ক, সমবায় কিছুই নেই, সেখানে সঞ্চয়ের একমাত্র প্রতিষ্ঠান ডাক বিভাগ। এভাবেই দেশজুড়ে মানুষের সাথে নিবিড়ভাবে মিশে রয়েছেন ডাক কর্মচারীরা। উৎসবেও তারা মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
দুর্গোৎসবের আনন্দকে সমাজের প্রান্তিক মানুষের সাথে ভাগ করে নিতে উদ্যোগী আমতা পোস্টাল সাব ডিভিশনের কর্মচারীরা। শনিবার আমতা পোস্টাল সাব ডিভিশনের উদ্যোগে আমতা ও রসপুর এলাকার বেশ কিছু মানুষের হাতে উৎসবের উপহার হিসাবে নতুন জামা, শাড়ি, গেঞ্জি, লুঙ্গি ও মিষ্টি তুলে দেওয়া হয়। এই উদ্যোগে সামিল হয়েছিলেন আমতা পোস্টাল সাব ডিভিশনের বিভিন্ন স্তরের কর্মচারীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা পোস্টাল সাব ডিভিশনের ইন্সপেক্টর রাজু সিং সহ অন্যান্যরা। ইন্সপেক্টর রাজু সিং জানান, বিভিন্ন স্তরের কর্মচারীদের উদ্যোগে ও আর্থিক সহযোগিতাতেই এই উদ্যোগ।