রীতি মেনে বেলুড় মঠে পুজো শুরু, ভক্তের ঢল

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : মহাষষ্ঠীর সকালে রীতি মেনে শুরু হয়ে গেল পূণ্যভূম বেলুড়ের দুর্গাপুজো। মহাষষ্ঠীর ভোরে দেবীর ঘট গঙ্গাজলে স্নান করিয়ে স্থাপন এবং ষষ্ঠীর কল্পারম্ভ হয়। চলছে দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান। সকাল সাতটা থেকে দশ’টা এবং সন্ধ্যায় ৬:২০ মিনিটে হবে স্বস্তির পূজা। উল্লেখ্য, কোভিড পরবর্তী সময়ে এবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বেলুড় মঠ। বেলুড় মঠের দুর্গোৎসবে বাংলা বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমাতে শুরু করেছেন।

.