নিজস্ব সংবাদদাতা : চারিদিকে সাজো সাজো রব। বাংলার গ্রাম থেকে শহর আজ আনন্দমুখর। উৎসবের এই আনন্দঘন মুহুর্তকে বরণ করতে এগিয়ে এলো ছাত্রছাত্রীরা। উলুবেড়িয়া কলেজের সংস্কৃত বিভাগের পড়ুয়াদের উদ্যোগে বুধবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল প্রাক-দুর্গোৎসব। বিভাগীয় ছাত্রছাত্রীদের মঙ্গলাচারণের মধ্য দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পরিবেশন করেন স্নেহা, মৈত্রেয়ী, মেঘারা৷ এই অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল বিভাগীয় ছাত্রছাত্রীদের মহিষাসুরমর্দিনী নৃত্য পরিবেশন। সুবোধ, অর্পিতা, সুতপাদের মহিষাসুরমর্দিনী নৃত্য সকলের মন জয় করে নেয়। বিভাগীয় প্রধান অধ্যাপক হেমন্ত ত্রিপাঠী জানান, দুর্গোৎসবকে বরণ করতেই এই উদ্যোগ।