নিজস্ব সংবাদদাতা : বাংলাজুড়ে উৎসবে ঢাকে পড়ে গিয়েছে। তারই মাঝে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় সাংগঠনিক রদবদল করল তৃণমূল কংগ্রেস। বুধবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন বিধানসভা ভিত্তিক নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। মূল সংগঠনের পাশাপাশি যুব তৃণমূল, মহিলা ও শ্রমিক সংগঠনের সভাপতিদের নামও এদিন ঘোষণা করেছে শাসকদল। বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মানস কুমার বসুকে। বাগনান কেন্দ্রে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে বিশ্বজিৎ পালকে। উলুবেড়িয়া দক্ষিণে মাদারের সভাপতি করা হয়েছে দুলাল চন্দ্র করকে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
যুবর সভাপতি হিসাবে সেলিম মোল্লার নাম ঘোষণা করা হয়েছে। আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে সেলিমুল আলমকেই রাখা হয়েছে। যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শুভঙ্কর বাড়ুইকে। অন্যদিকে, উলুবেড়িয়া উত্তরে পূর্ববর্তী সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে জেলা পরিষদ সদস্য বিমল দাসকে। যুবর দায়িত্ব দেওয়া হয়েছে পিন্টু মন্ডলকে। উলুবেড়িয়া পূর্বের তৃণমূল সভাপতি হলেন শেখ আকবর, যুব সভাপতি হলেন চন্দন চক্রবর্তী। উদয়নারায়ণপুরে নতুন সভাপতি হলেন সমরেশ চোংদার, যুবর দায়িত্ব দেওয়া হয়েছে তন্ময় চক্রবর্তীকে। শ্যামপুরের সভাপতি হলেন নদেবাসী জানা ও যুবর সভাপতি হলেন আব্দুল কাদের খান। অন্যদিকে, সাঁকরাইলের তৃণমূল সভাপতি করা হয়েছে অমৃত বসুকে। প্রণয় কাঁড়ারকে সাঁকরাইলের যুব সভাপতি করা হয়েছে।