নিজস্ব সংবাদদাতা : একটা সময় ছিল গ্রামে গ্রামে ফুটবলের প্রবল চল ছিল। সকাল কিংবা বিকেল হলেই মাঠমুখী হত শিশু, কিশোর, ছাত্র-যুবরা। গ্রাম বাংলার মাটি থেকেই বহু ক্রীড়াবিদ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নজির সৃষ্টি করেছেন। কিন্তু সময়ের সাথে সাথে ক্রমে ফিকে হয়েছে গ্রাম বাংলার ক্রীড়া চর্চা। এখন মুঠোফোন আর সোশ্যাল মিডিয়ার যুগে নতুন প্রজন্ম গেম, চ্যাটিং, সোশ্যাল মিডিয়াতেই মজে বহু ছাত্র-যুব। আজ গ্রাম বাংলায় বহু মাঠেই খুদে পড়ুয়াদের বল নিয়ে দাপাতে দেখা যায়না। পড়ুয়াদের মধ্যে ক্রীড়া সচেতনতা বৃদ্ধি করতে ও মাঠে ফেরাতে উদ্যোগ নিল আমতা-১ ব্লকের উদং উচ্চ বিদ্যালয়। উদং উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হল আন্ত: শ্রেণী ফুটবল প্রতিযোগিতা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চম থেকে সপ্তম শ্রেণী নিয়ে একটি গ্রুপ করা হয়েছি। আরেকটি গ্রুপ করা হয়েছিল অষ্টম-দশম ও তৃতীয় গ্রুপটি করা হয়েছিল একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিভাগকে নিয়ে। সকাল থেকে বিদ্যালয় সংলগ্ন মাঠে ফুটবলের আসর বসেছিল। টানটান উত্তেজনায় খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শেষে বিভিন্ন বিভাগের চ্যাম্পিয়ন টিমকে ট্রিফি ও খেলোয়াড়দের মেডেল উপহার তুলে দেওয়া হয়। ফুটবল টুর্নামেন্টকে ঘিরে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সমগ্র টুর্নামেন্টে রেফারি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার রঘুনাথ পাল। এদিনের টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অরুণ খাঁ, প্রধান শিক্ষক অষ্টপদ ময়রা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মচারীরা। উদং উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অরুণ খাঁ জানান, বর্তমান সময়ে ছেলেরা মাঠকে ভুলে যাচ্ছে। ফোনেই বেশি আসক্ত হয়ে পড়ছে। ছেলেদের মাঠমুখী করতেই এই টুর্নামেন্টের আয়োজন বলে তিনি জানান।