নিজস্ব সংবাদদাতা : জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। আহত ৪০ জন। সোমবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কের বাগনান থানার চন্দ্রপুরের কাছে কোলাঘাটমুখী লেনে। জানা গেছে, নদীয়া জেলার রানাঘাটের রঘুনাথপুর এলাকা থেকে প্রায় ৭০ জন একটি টুরিস্ট বাসে করে দীঘা যাচ্ছিলেন। রবিবার রাতে বাসটি নদীয়ার রঘুনাথপুর থেকে ছাড়ে। সোমবার ভোর ৩ টে নাগাদ ১৬ নং জাতীয় সড়কের বাগনান থানার চন্দ্রপুরের এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাল্টি খায়। দুর্ঘটনার জেরে বাসে থাকা ৪০ জন আহত হন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
আহতদের মধ্যে মহিলা, শিশুও রয়েছে বলে জানা গেছে। অমৃতা বিশ্বাস নামের এক যাত্রীর কথায়, রাতে বাসে প্রায় সবাই ঘুমোচ্ছিলাম। হঠাৎই ভীষণ ঝাঁকুনি। কিছু বুঝে ওঠার আগেই বাস পাল্টি খায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের অবস্থার অবনতি ঘটায় তাদের কোলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। বাসে থাকা যাত্রীদের বয়ান অনুযায়ী, বাসের চালক ঘুমিয়ে পড়ার জেরেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।