নিজস্ব সংবাদদাতা : বীরভূমের তৃণমুলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভাইপো বিশ্বরুপ মন্ডল ( টাইগার) কে বি জে পি তে যোগদান করিয়ে চমক দিলেন বি জে পি নেতা মুকুল রায়। অনুব্রত মণ্ডলের পাশাপাশি ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং এর খাস তালুক ভাটপাড়া পুরসভায় এক সময় তৃনমূলের হয়ে ভোট করানো অনিল গুপ্তা, সুনীল সাউ, শুভম সিং যোগ দিলেন বি জে পি তে। তিনি জানান বাংলায় অবাধ নির্বাচন হলে তৃনমূল হারানো যাবে। রাজ্যের মানুষ বুঝতে পেরেছে গনতন্ত্র আজ বিপন্ন, যা রাজ্যের পক্ষে ভয়ঙ্কর। সেই কারণেই রাজ্যে গনতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হতে মানুষ দলে দলে তৃনমূল ছেড়ে বি জে পি তে যোগদান করছে।
তৃণমূলে ভাঙ্গন অব্যহত : বীরভূমের তৃণমুলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভাইপোর বি জে পি তে যোগদান
Updated on: