নিজস্ব সংবাদদাতা : বিশ্বের বুকে বাংলার নাম উজ্জ্বল করেছেন গ্রামীণ হাওড়ার প্রত্যন্ত গ্রামের অচিন্ত্য শিউলি। ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথে পুরুষদের ৭৩ কেজি বিভাগে ভারোত্তোলনে সোনা জিতেছেন পাঁচলার দেউলপুরের অচিন্ত্য শিউলি। গরীবের ঘরের ছেলের সোনা জয়ের রূপকথার কাহিনীতে মজে সারা বাংলা। অচিন্ত্যর এই অপ্রতিরোধ্য লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন বহু মানুষ। এবার অচিন্ত্যর এই লড়াইকে কুর্নিশ জানাল ভারতীয় ডাক বিভাগ। বৃহস্পতিবার ভারতীয় ডাক বিভাগের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে অচিন্ত্যর দেউলপুরের বাড়িতে যান ডাক বিভাগের আধিকারিকরা। অচিন্ত্যর মা পূর্ণিমা শিউলি ও অলোক শিউলির সাথে দেখা করে তাঁদের হাতে জাতীয় পতাকা, ফুল ও মিষ্টি তুলে দেন হাওড়া পোষ্টাল ডিভিশনের আধিকারিকরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
এদিন অচিন্ত্যর বাড়িতে উপস্থিত ছিলেন হাওড়া ২ য় পোস্টাল সাব ডিভিশনের ইন্সপেক্টর রাজু সিং, বেগড়ী পোস্ট অফিসের সাব পোস্ট মাস্টার সুকমল মুখোপাধ্যায়, ভান্ডারদহের এবিপিএম রুদ্রপ্রসাদ মাল সহ অন্যান্যরা। হাওড়া ২ য় পোস্টাল সাব ডিভিশনের ইন্সপেক্টর রাজু সিং জানান, অচিন্ত্যর এই অপ্রতিরোধ্য লড়াই আমাদের সকলকে গর্বিত করেছে, অনুপ্রাণিত করেছে। তাঁর লড়াইকে কুর্নিশ জানিয়েই হাওড়া পোষ্টাল ডিভিশনের পক্ষ থেকে আজাদি কা অমৃত মহোৎসবে হার ঘর ত্রিরাঙ্গা কর্মসূচিতে তাঁর গর্ভধারিনী মা ও দাদার হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হল। অচিন্ত্য বাড়িতে এলে তাঁকে ফের সংবর্ধনা জানানোর পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।