নিজস্ব সংবাদদাতা: নদীতে স্নানে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন আশি বছরের এক বৃদ্ধ। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানার ডেল্টা জুটমিল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই এদিনও গঙ্গায় স্নানে নেমেছিলেন মানিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডেল্টা জুটমিল সংলগ্ন এলাকার বাসিন্দা বছর আশির মানিকচাঁদ রাম। নদীতে নেমে স্নান করার সময় আচমকাই ভাটার টানে মানিকচাঁদ জলে তলিয়ে যান। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
সেই মুহুর্তে এক ব্যক্তি তাকে আটকানোর চেষ্টা করলেও সেই চেষ্টা ব্যর্থ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়েই নদীর ঘাটে ছুটে আসেন মানিকচাঁদের ছেলে অর্জুন রাম ও পরিবারের অন্যান্য সদস্যরা। অর্জুন জানিয়েছেন, খবর পেয়ে বাড়ি থেকে কিছুটা দূরে নদীঘাটে ছুটে যাই। সেখানে দেখি ব্ববার জুতো, চশমা ও লাঠি পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।