নিজস্ব সংবাদদাতা : শুক্রবার সকাল থেকে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় ইডির হানাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে শুক্রবার গ্রামীণ হাওড়ার আমতার ঝিখিরায় প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকারের বাড়িতে হানা দিল ইডি। জানা গেছে, জয়পুর পঞ্চানন রায় কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার প্রায় দু’বছর এসএসসির চেয়ারম্যান ছিলেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইডির একটি দল ঝিখিরায় সৌমিত্র সরকারের বাড়িতে হানা দেয়। ইডির আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এদিন ছিলেন বলে জানা গেছে। বেশ কয়েকঘন্টা পর শুক্রবার বিকালে ইডির দল সৌমিত্র সরকারের বাড়ি থেকে বেরিয়ে যান। সূত্রের খবর, এদিন দীর্ঘক্ষণ প্রাক্তন এসএসসির চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত নতুন কোনো মোড় নেয় কিনা এখন সেটাই দেখার বলে মনে করছে ওয়াকিবহাল মহল।