নিজস্ব সংবাদদাতা : চলতি শিক্ষাবর্ষেই চালু হতে চলেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের পঠনপাঠন। সোমবার উলুবেড়িয়ায় নির্মীয়মাণ মেডিকেল কলেজের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে একথাই জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে নিট উত্তীর্ণ একশো জন পড়ুয়াকে নিয়ে চালু হবে এমবিবিএস কোর্সের পঠনপাঠন। পশ্চিমবঙ্গ বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি এদিন জানান, মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই মেডিকেল কলেজ তৈরির কাজ অনেকটাই হয়ে গেছে। যেটুকু কাজ বাকি আছে সেটা নিয়েই এই পর্যালোচনা। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
তিনি জানান, মেডিকেল কলেজের পাশাপাশি দুটি ১০ তলা এবং একটি ১১ তলা ভবন তৈরী করা হবে। এছাড়াও একটি নার্সিং ট্রেনিং কলেজ তৈরী করে ৬০ জন শিক্ষার্থী নিয়ে পঠনপাঠন শুরু হবে বলে তিনি জানান। নির্মল মাজির পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ্ত রায়, বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জী, বিধায়ক সুকান্ত কুমার পাল, বিধায়ক অরুণাভ সেন, বিধায়ক বিদেশ বসু, হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই মন্ডল, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা। মেডিকেল কলেজ পরিদর্শনের পাশাপাশি এদিন একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।