নিজস্ব সংবাদদাতা : ভাটপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে খবর করতে গিয়ে আক্রান্ত হলেন মহিলা সাংবাদিক। অভিযোগ, ভাটপাড়া সেন্ট্রাল হিন্দু গার্লস হাইস্কুলের ভোটদান কেন্দ্রে সকাল থেকেই বহিরাগতরা ভিড় করছিলেন। একের পর ছাপ্পা ভোট চলছিল বলে অভিযোগ। একজন ভোটার একাধিক ভোট দিচ্ছেন, বারবার ভোট দিচ্ছেন। এই খবর সংবাদমাধ্যমের কাছে আসতেই সেখানে পৌঁছে যান একাধিক সাংবাদিক। তারমধ্যে ছিলেন সমাদৃতা মুখার্জী নামের এক মহিলা সাংবাদিক। তিনি একটি টিভি চ্যানেলের সিনিয়র সাংবাদিক। সমাদৃতার অভিযোগ, তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তার ক্যামেরার সামনেই নীল রঙের শালোয়ার পরিহিতা এক মহিলা তিনবার ভোট দিতে ঢোকেন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
তারপর তাকে চেজ করতে গেলে একদল দুষ্কৃতি তাকে ঘিরে ধরে। অভিযোগ, সেইসময় সমাদৃতার হাত থেকে বুম ফেলে দেওয়া হয়। মহিলা সাংবাদিককে ধাক্কাধাক্কি করা হয়, বুম ভেঙে দেওয়ায় চেষ্টা করা হয়। এমনকি চোট দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে স্পেশাল অবজার্ভার ও বিশাল পুলিশ বাহিনী। সমাদৃতার অভিযোগ, ওই মহিলাকে ছিনিয়ে নিতে আসে একদল মহিলা। তাদের হাতে ছিল তৃণমূলের লোগো দেওয়া ছাতা, দলীয় পতাকা। ওয়াকিবহাল মহলের মতে, সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তার উপর হামলা মানে গণতন্ত্রকে রক্তাক্ত করার চেষ্টা। সংবাদমাধ্যমের উপর এহেন ‘নির্যাতন’ কখনোই অভিপ্রেত নয়।