নিজস্ব সংবাদদাতা : জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কের উলুবেড়িয়া থানার মাধবপুর এলাকায়। জানা গেছে, অন্যান্য দিনের মতোই এদিনও কোলকাতা থেকে যাত্রী নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা যাচ্ছিল বাসটি। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
মাধবপুরের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়। ঘটনায় আহত হন ১০-১২ জন যাত্রী। স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিক অনুমান, দ্রুতগতির জন্যই এই দুর্ঘটনা।