নিজস্ব সংবাদদাতা : ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকে ঘিরে কিছুদিন আগেই তোলপাড় হয়েছিল রাজ্য। সিবিআই তদন্তের দাবিতে বারবার সরব হয়েছিলেন আনিসের বাবা সহ একাধিক রাজনৈতিক দল। যদিও আনিস খানের মৃত্যুর তদন্তে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল তথা সিটের উপরই ভরসা রাখল কোলকাতা হাইকোর্ট। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
উল্লেখ্য, আনিসের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন আনিসের বাবা। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি। এদিন রায় ঘোষণা করল আদালত। এদিন বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর নির্দেশে জানিয়েছেন, সিট যেমন তদন্ত করছিল তেমনই করবে। তবে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট পেশ করতে হবে সিটকে। এই রায়কে চ্যালেঞ্জ করে আনিসের পরিবার উচ্চ আদালতে যায় নাকি এখন সেটাই দেখার।