নিজস্ব সংবাদদাতা : কিছুক্ষণের ঝোড়ো হাওয়ায় শ্যামপুরে রূপনারায়ণে ডুবল মাছ ধরার দুটি নৌকা। রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার ডিহিমন্ডলঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই রবিবার রূপনারায়ণে মাছ ধরছিল দুটো নৌকা। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
দুটো নৌকা মিলিয়ে মোট আট জন মৎস্যজীবী ছিলেন। রবিবার বিকালে হঠাৎই ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়। ঝোড়ো হাওয়ায় নদীতে আচমকাই দুটো নৌকা উল্টে যায়। কোনো রকমে সাঁতার কেটে পাড়ে ওঠেন মৎসজীবীরা।