নিজস্ব সংবাদদাতা : আম্ফান, ইয়াসের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। ওডিশা উপকূলের সমান্তরালভাবেই সমুদ্রে এগোবে অশনি। আপাতত ল্যান্ডফলের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে গতিপথ পরিবর্তন করবে অশনি। সমুদ্রে থেকে গতিপথ পরিবর্তন করার পর ক্রমশ দুর্বল হয়ে পড়বে। এই কারণেই উপকূলে আছড়ে পড়ার কোন সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বঙ্গোপসাগরে উদ্ভুত গভীর নিম্নচাপ। আপাতত অতি গভীর-নিম্নচাপ হিসেবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। ক্রমশ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ছুঁয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে এগোবে। মঙ্গলবার সকালে এটি অন্ধ্র প্রদেশ ও ওডিশা উপকূলের কাছাকাছি পৌঁছাবে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল বরাবর এর প্রভাব থাকবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এই সময়ে সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার হতে পারে। অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের স্থলভাগে ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার হতে পারে। আবহাওয়াবিদদের অনুমান, বুধবারের পর অশনি ক্রমশ সমুদ্রের গভীরে শক্তি ক্ষয় করতে পারে। বুধবার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের স্থলভাগের আছড়ে পড়ার কোন সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদরা মনে করছেন, ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ কোনো এফেক্ট বাংলায় পড়বেনা। তবে বাংলায় হাল্কা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।