নিজস্ব সংবাদদাতা : শুধু খবর করা নয়, বছরভর বিভিন্নভাবে মানুষের পাশে থাকতে সচেষ্ট সাংবাদিকরা। গ্রীষ্ম শুরু হতেই চারিদিকে রক্তের সংকট। একফোঁটা রক্ত পেতে এই ব্লাড ব্যাঙ্ক থেকে ওই ব্লাড ব্যাঙ্কে ছুটতে হচ্ছে মুমূর্ষু রোগীর পরিবারকে। এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন সাংবাদিকরা। শনিবার উলুবেড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি রক্তদান শিবির। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
উলুবেড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদান করেন ২৯ জন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, স্থানীয় বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, বিশিষ্ট সমাজসেবী গৌতম বোস সহ অন্যান্যরা।