নিজস্ব সংবাদদাতা : শনিবার সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়লো ঈদের জন্য তৈরি লাইটের গেট। উদ উপলক্ষে উলুবেড়িয়া ওটি রোডের ভক্তার মোড়ে ইয়ং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বাঁশের সাহায্যে তৈরি করা হয়েছিল লাইটের গেট। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
সন্ধার প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে গেটটি। ফলত কিছুক্ষণ যানচলাচল ব্যাহত হয়। পরে ক্লাবের সদস্যরা দ্রুততার সাথে ভেঙে পড়া গেটটি সরিয়ে দেয়। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি।