নিজস্ব সংবাদদাতা : হাওড়ার জয়পুরের সুরঙ্গময়ী গার্লস হাইস্কুলের সংস্কৃতের শিক্ষিকা স্নিগ্ধা দত্ত অসুস্থতার কারণে স্কুলের ম্যানেজিং কমিটির কাছে বদলির আবেদন জানান। কিন্তু স্কুল কর্তৃপক্ষ আবেদনে না সারা দেওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। অবশেষে গতকাল হাইকোর্ট রায় দেয়। আজ তিনি স্কুলের টিচার ইনচার্জকে রায়ের কপি মেল করার পাশাপাশি দুপুর 12 টার মধ্যে ওই কপি স্কুলে জমা দেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
তিনি জানিয়েছেন 2018 সালে ওই স্কুলে চাকরি শুরু করেন। বর্ধমানের বাসিন্দা হওয়ায় তাকে প্রতিদিন দীর্ঘ পথ অতিক্রম করে স্কুলে আসতে হয় । এতে তাঁর শারীরিক অবস্থা আরো খারাপ হতে পারে এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। তাই তিনি বদলির জন্য আবেদন করেছিলেন।