নিজস্ব সংবাদদাতা : সিপিএম এর হাওড়া জেলা কৃষক সভার পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আজ আমতার সারদায় মৃত আনিসের বাড়িতে যান সেখানে আনিসের বাবার সাথে দেখা করে কথা বলেন। পাশাপাশি ওই কৃষক সভার পক্ষ থেকে একটি সভা আনিসের বাড়ির সামনে করা হয় । সেখানে উপস্থিত ছিলেন আনিসের বাবা সালেম খান সহ সিপিএমের কৃষক সভার প্রতিনিধিরা সহ সর্মথকরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
হাইকোর্টে আনিসের মামলায় যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে খামতি রয়েছে বলে জানানো হয়েছে অভিযোগকারীদের পক্ষ থেকে, কি কি খামতি রয়েছে? তা ১ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানানোর জন্য অভিযোগকারীদের নির্দেশ আদালতের। সেই প্রসঙ্গে আনিসের বাবা সালেম খান বলেন সিট তদন্ত করতে পারছেনা ,করছেও না। তার দাবি সিবিআই তদন্ত হলেই প্রকৃত সত্য উদঘাটন হবে। তিনি বলেন আদালতের উপর ভরসা আছে। আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হোক।