নিজস্ব সংবাদদাতা : এখনো সি বি আই তদন্তের দাবিতে অনড় মৃত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান। তিনি বলেন আদালতে সিট কি রিপোর্ট জমা দিয়েছে আমি জানি না। কিন্তু আদালতের উপর আমার ভরসা রয়েছে। সিট আমার ছেলের মৃত্যুর তদন্ত করতে পারবেনা। আমি তাই সিবিআই তদন্ত চাইছি। তার গতকালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন গতকাল বিচারপতি আসেনি, আমি বলেছিলাম তার শরীর খারাপ হতে পারে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
আবার সিট কোন কাজ করছে না, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর চাপ থাকতেও পারে। যদি আগামী দিনে আবারো না আসে তাহলে কি আমি মনে করবো, সিটের উপর বা জজের উপর কি চাপ রয়েছে? যদি আমি কিছু ভুল বলে থাকি,আমি ক্ষমাপ্রার্থী। আমি বরাবরই বলে এসেছি আদালতের উপর আমার আস্থা রয়েছে। তিনি আরো বলেন রামপুরহাট, ঝালদা, হাঁসখালির ঘটনায় সিবিআই দিলো অথচ এখানে সিবিআই দেওয়া হচ্ছে না। আমতা থানার পুলিশ আমার ছেলেকে খুন করেছে, তারা আমার ছেলের খুনের প্রকৃত বিচার করতে পারবেনা। তাই আমি আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চাইছি।