নিজস্ব সংবাদদাতা : অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি স্থাপনের উৎসব বাসন্তী দুর্গাপুজো। পুরাণ অনুযায়ী চিত্রবংশের রাজা সুরথ বসন্ত কালে দুর্গার আরাধনা করেন। অন্য দিকে রামায়ণে শরৎ কালে দেবীর অকালবোধন করে দুর্গাকে আহ্বান জানালে শুরু হয় শারদীয়া দুর্গোৎসব। অতএব শরৎকালে হয় শারদীয়া দুর্গাপুজো, বসন্ত কালে দেবী দুর্গার আরাধনাই শ্রী শ্রী বাসন্তী পুজো নামে খ্যাত। আর এই বাসন্তী পূজো উপলক্ষে বাউড়িয়ার সন্ধানী ক্লাবের এবছর ৫০ বছরে পদার্পণ করল। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
কাল মহা ষষ্ঠী উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে পাঁচ দিনের উৎসবেরর সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই পুজোর সূচনা করেন প্রাক্তন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক তথা বর্তমান কোচ সৌরাশীষ লাহিড়ী, অভিনেতা শান্তনু মণ্ডল, অরিন্দম সিংহ রায় (সিইও,বাউড়িয়া জুট মিল) প্রমুখ ব্যক্তিবর্গ। এই সুবর্ণ জয়ন্তী বর্ষে সন্ধানী ক্লাবের ভাবনা “মঙ্গলযাত্রা”। মঙ্গলযাত্রার বিভিন্ন শিল্পকর্ম দিয়েই এবছর সুবর্ণজয়ন্তী বর্ষের মন্ডপ। পুজোর বাকি চারদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন ক্লাব কর্তৃপক্ষ, যার মধ্যেuja p জঙ্গলমহলের ধামসা মাদল।